¡Sorpréndeme!

ঋণের বোঝা কমাতে ‘পাঠাও’ চালাতেন মিলন | jagonews24.com

2021-06-15 0 Dailymotion

নিজের প্রাইভেটকার ভাড়ায় চালিয়ে সংসার চালাতেন মিলন। সন্তানের অসুস্থতা, সাংসারিক টানাপোড়েন আর আড়াই লাখ টাকা ঋণের কারণে বাধ্য হয়ে প্রাইভেটকার বিক্রি করে দেন। গাড়ি বিক্রি করে ডায়াং ১৫০ সিসির একটি মোটরসাইকেল কেনেন। রাইড শেয়ারিং অ্যাপস পাঠাও চালিয়ে সপ্তাহে প্রায় সাড়ে ৪ হাজার টাকার ঋণ শোধ করতেন।

প্রতিদিনের মতো রোববার রাতে মোটরসাইকেল নিয়ে বের হন মিলন। রাত সোয়া ২টার দিকে যাত্রী নিয়ে মালিবাগ থেকে শান্তিনগরের দিকে যাওয়ার পথে দুর্বৃত্তরা তার গলা কেটে মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায়। পরে কাটা গলা নিজেই হাতে চেপে ধরে উড়াল সড়কে দৌড়াতে থাকেন। দুই পথচারীর সহযোগিতায় মিলনকে নেয়া হয় শান্তিনগর মোড়ে টহল পুলিশের কাছে।

বিস্তারিত পড়তে - https://www.jagonews24.com/national/news/522981